শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

বাংলাদেশকে ইংল্যান্ড কোচের হুমকি!

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১২ অক্টোবর, ২০১৬
  • ৮০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বাংলাদেশ-ইংল্যান্ড চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঘটে যাওয়া দুটি অনাকাক্সিক্ষত ঘটনার রেশ যেন কাটছেই না। ইংলিশ মিডিয়া ঘটনা দুটি ফলাও করে প্রকাশ করেছে। ম্যাচ শেষে টুইটবার্তায় বাংলাদেশকে একপ্রকার হুমকি দিয়েছিলেন সফরকারী দলের সহ-অধিনায়ক বেন স্টোকস। এবার শিষ্যদের তাতিয়ে তুললেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেইলিস।

তিনি বলেছেন, মাঠে বারবার এ ধরনের ঘটনা ঘটতে থাকলে তার শিষ্যরা পিছু হটবে না। এর জবাব তারা দেবে। বেইলিস বলেছেন, ‘ভুলে গেলে চলবে না যে, সব সময় দু’দলই এ ধরনের অভিযোগ করে থাকে। বিশ্বের প্রায় সব দলেই কিছু আবেগপ্রবণ খেলোয়াড় থাকে। আমরা কোনো কিছু থেকেই পিছু হটব না। আমার দলেও বেশ কয়েকজন খেলোয়াড় আছে, যারা পিছু হটবে না।’

দ্বিতীয় ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা ও সাব্বির রহমানকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। কিন্তু ইংলিশ অধিনায়ক জস বাটলারকে শুধু ভর্ৎসনা করে ছেড়ে দেয়া হয়েছে। এ বিষয়ে বেইলিস বলেন, ‘ম্যাচ রেফারির প্রতিবেদন আমি এখনও পড়ে দেখিনি। ওদের দু’জনকে জরিমানা ও জসকে সতর্ক করা হয়েছে। এতে বোঝা যাচ্ছে, সেখানে কিছু একটা ঘটেছিল। আমি মনে করি, জস ওর অধিনায়কত্বের সম্মানকে কখনোই অপমানিত হতে দেবে না। সে হঠাৎ করেই অধিনায়ক হয়েছে। আমার বিশ্বাস, ভবিষ্যতেও এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে চেষ্টা করবে।’ ওই ঘটনায় বাটলারের কোনো দোষ খুঁজে না পেলেও তাকে সতর্ক করে দিয়েছেন বেইলিস, ‘আমি কোচ হওয়ার পর প্রথমবারের মতো জসকে সতর্ক করা হয়েছে, যা ওর অতীতের অবস্থানের চেয়ে কিছুটা ভিন্ন। বাটলারের আবেগ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তবে তার প্রতিক্রিয়ার ব্যাপারে আরও সতর্ক হতে হবে।’ উপমহাদেশের মানুষ ক্রিকেটপাগল। ইংলিশ কোচ শিষ্যদের এ বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে নিজেদের লক্ষ্যে মনোযোগ দিতে বলেছেন, ‘উপমহাদেশে খেলতে এলে দর্শকদের চিৎকার, গরম বা এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়। অনেক সময় সামান্য ঘটনাও বড় কোনো ঘটনার কারণ হতে পারে। তবে আমাদের নিশ্চিত করতে হবে, আমরা যেভাবে খেলতে চাই এবং যা কিছুতে মনোযোগ দিতে চাই, এসব ঘটনা যেন তাতে বাধা হয়ে না দাঁড়ায়।’

বেইলিস মনে করেন, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড কিছুটা অদক্ষতার পরিচয় দিয়েছে, বিশেষ করে ব্যাটিংয়ে। এজন্যই ম্যাচটি তাদের হাতছাড়া হয়েছে। তবে তিনি বাংলাদেশেরও প্রশংসা করেছেন, ‘আগের দুই ম্যাচ থেকে যা বুঝতে পেরেছি, বাংলাদেশকে সহজেই থামিয়ে রাখা যাবে না। তারা একটি ভালো দল, ঘরের মাঠে তাদের শক্তিশালী বোলিং লাইনআপ রয়েছে। ১২-১৮ মাসে কোনো দল তাদের থামিয়ে রাখতে পারেনি। ভবিষ্যতেও অন্যদের চিন্তাভাবনা করেই বাংলাদেশে আসতে হবে।’ ক্রিকইনফো।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com