সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে রাজধানীতে রিকশা র‌্যালি বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ৬৪ জেলায় শুরু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের’ কাজ: সংস্কৃতি উপদেষ্টা সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে অধিষ্ঠিত করা দরকার বিএনপি নেতৃত্বের চরিত্রহননের চেষ্টা হচ্ছে : ফখরুল শিশু হাসপাতালের ‘নিয়োগ কেলেঙ্কারি’ তদন্ত করছে স্বাস্থ্য মন্ত্রণালয় অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয়: অন্তর্বর্তী সরকার রিটার্নিং-প্রিজাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে : সিইসি হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘর্ষ, নিহত কমপক্ষে ৩০

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
দক্ষিণ সিরিয়ার সুয়েইদা শহরে বেদুইন সুন্নি উপজাতি ও দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বহু মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) নামের একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা বলেছে, সংঘর্ষে নিহতের সংখ্যা অন্তত ৩৭ জন।

আহতের সংখ্যা শতাধিক।গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকার পতনের পর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়গুলোর মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। বর্তমানে সিরিয়ায় একটি নতুন ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসেছে, যারা দেশটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। তবে গোটা দেশ এখনো একটি ভঙ্গুর ও অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

বিগত বছরের শেষ দিকে হায়াত তাহরির আল-শাম নামক একটি সুন্নি ইসলামপন্থী বিদ্রোহীগোষ্ঠী দামেস্ক দখল করে নেয় এবং দীর্ঘ ৫৪ বছর ধরে দেশ শাসন করে আসা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে।সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, সংঘর্ষ বন্ধ ও পরিস্থিতি শান্ত করতে তারা সরাসরি হস্তক্ষেপ করবে। তারা জানিয়েছে, সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়েছে। সুয়েইদা প্রদেশের গভর্নর মুস্তাফা আল-বাকুর জনগণকে ‘আত্মসংযম বজায় রাখা ও জাতীয় সংস্কারের আহ্বানে সাড়া দেওয়ার’ আহবান জানিয়েছেন।

দ্রুজ সম্প্রদায়ের ধর্মীয় নেতারাও সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছেন।এর আগেও, এপ্রিল ও মে মাসে নতুন নিরাপত্তা বাহিনী ও দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়। উল্লেখ্য, দ্রুজ ধর্ম একটি শিয়া ইসলামের শাখা, যাদের বড় জনগোষ্ঠী লেবানন, জর্দান ও ইসরায়েলেও রয়েছে। আসাদ সরকারের শাসনামলে এই সম্প্রদায়ের মানুষরা সাধারণত সরকারপন্থী ছিলেন, কারণ তারা মনে করতেন সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে ১৩ বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধের পর তাদের অবস্থান আরো জটিল হয়ে উঠেছে।

এই মাসের শুরুতে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকজন দ্রুজ নাগরিক জানান, তারা শুধু শারীরিক আক্রমণের ভয়েই নয়, বরং নতুন সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কি না, তা নিয়েও উদ্বিগ্ন। সাম্প্রতিক সময়ে সিরিয়ার শিয়া মতাবলম্বী আরো একটি সংখ্যালঘু গোষ্ঠী—আলাউই সম্প্রদায়ের শত শত মানুষও সহিংসতায় প্রাণ হারিয়েছেন। এমনকি রাজধানী দামেস্কের একটি চার্চেও হামলা হয়েছে, যাতে উপাসনারত অনেকেই নিহত হন।

এদিকে পশ্চিমা দেশগুলো সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে। এই মাসে যুক্তরাষ্ট্র এইচটিএসকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সরিয়ে নিয়েছে। পাশাপাশি, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সিরিয়া সফর করেছেন। গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো ব্রিটিশ মন্ত্রী সিরিয়া সফর করলেন।

সূত্র : বিবিসি

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com