শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভারতে বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ বলা বন্ধের হুঁশিয়ারি মমতার বিএনপির বিবেচনায় সব হতে দেওয়া যাবে না: হাসনাত আগের দিন আর নাই, জনাব- এই প্রজন্ম ছাড় দিতে পারে ছেড়ে দেবে না শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত বেশ কিছু বিষয়ে দুই দেশ একমত, কিছু বিষয় অমীমাংসিত চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হতে চায় : ওয়াং ই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা প্রশংসার দাবিদার জুলাই সনদের আগে কোনো নির্বাচন ছাত্র-জনতা মেনে নেবে না ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়

ব্রহ্মপূত্রের ওপর চীন বাঁধ নয় ‘ওয়াটার বোমা’ তৈরি করছে : অরুণাচলের মুখ্যমন্ত্রী

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

চীন তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর (ব্রহ্মপুত্র) ওপর যে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে, সেটিকে ‘ওয়াটার বোমা’ বা ‘জলের বোমা’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তিনি দাবি করেন, এই বাঁধ কেবল অরুণাচল নয়, গোটা উত্তর-পূর্ব ভারতের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, চীন যদি হঠাৎ করে ওই বাঁধ থেকে পানি ছেড়ে দেয়, তাহলে আমাদের সিয়াং উপত্যকা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আদি জনগোষ্ঠী ও অন্যান্য উপজাতির জীবন সেখানে বিপর্যস্ত হয়ে পড়বে।

দালাই লামার ৯০তম জন্মদিন উদ্‌যাপন শেষে ধর্মশালা থেকে ফেরার পথে দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাণ্ডু বলেন, অরুণাচল প্রদেশের তিব্বতের সঙ্গে প্রায় ১২০০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, চীনের সঙ্গে নয়। ইতিহাসের নিরিখে আমরা তিব্বতের সঙ্গে সীমান্ত ভাগ করেছি, চীনের সঙ্গে নয়। হ্যাঁ, সরকারিভাবে তিব্বত এখন চীনের দখলে, কিন্তু আমাদের ঐতিহাসিক সীমান্ত তিব্বতের সঙ্গেই।

তিনি আরও জানান, অরুণাচল তিনটি দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে- প্রায় ১৫০ কিলোমিটার ভুটানের সঙ্গে, পূর্বে প্রায় ৫৫০ কিমি মিয়ানমারের সঙ্গে ও কেন্দ্রে তিব্বতের সঙ্গে।

তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে অরুণাচল প্রদেশ ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট’ নামক একটি প্রতিরক্ষামূলক জল প্রকল্প হাতে নিয়েছে, যাতে চীনের জলনীতির ফলাফল সামলানো যায়। চীনকে বোঝানো সম্ভব নয়, তাই আমাদের নিজেদের প্রস্তুতি ও প্রতিরক্ষার দিকেই মনোযোগ দিতে হবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com