শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভারতে বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ বলা বন্ধের হুঁশিয়ারি মমতার বিএনপির বিবেচনায় সব হতে দেওয়া যাবে না: হাসনাত আগের দিন আর নাই, জনাব- এই প্রজন্ম ছাড় দিতে পারে ছেড়ে দেবে না শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত বেশ কিছু বিষয়ে দুই দেশ একমত, কিছু বিষয় অমীমাংসিত চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হতে চায় : ওয়াং ই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা প্রশংসার দাবিদার জুলাই সনদের আগে কোনো নির্বাচন ছাত্র-জনতা মেনে নেবে না ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়

প্রকাশ্য দিবালোকে ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

প্রকাশ্য দিবালোকে ইউক্রেনের রাজধানী কিয়েভে এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ-এর ওই কর্মকর্তা পার্কিং লটে হাঁটছিলেন, এমন সময় অজ্ঞাতনামা এক হামলাকারী কাছে এসে তাকে একাধিক গুলি করে পালিয়ে যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য দেখা গেছে।

এসবিইউ নিহত ব্যক্তির নাম প্রকাশ না করলেও ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহত ব্যক্তি হচ্ছেন কর্নেল ইভান ভোরোনিচ।

এসবিইউ সাধারণত ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও পাল্টা গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে—যা যুক্তরাজ্যের এমআই৫-এর মতো। তবে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এই সংস্থাটি রাশিয়ার অভ্যন্তরে গোপন অভিযান ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছে।

গোপন সূত্রের বরাতে ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম, এমনকি বিবিসিকে পর্যন্ত জানিয়েছে যে, ২০২৪ সালের ডিসেম্বরে রাশিয়ার উচ্চপদস্থ জেনারেল ইগর কিরিলোভকে হত্যার পেছনে তাদের হাত ছিল।

চলতি বছর আরও এক রুশ জেনারেল, ইয়ারোস্লাভ মস্কালিক, মস্কোতে গাড়ি বোমা হামলায় নিহত হন। এই ঘটনার জন্য ক্রেমলিন সরাসরি কিয়েভকে দায়ী করলেও, ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এসবিইউ এবং কিয়েভ পুলিশ—কোনো পক্ষই এই হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ সম্পর্কে কিছু জানায়নি।

কিয়েভ পুলিশ এক বিবৃতিতে জানায়, তারা ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। হামলাকারীর পরিচয় শনাক্তে তদন্ত চলছে এবং তাকে আটক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

এসবিইউ বলেছে, “এই অপরাধের পেছনের সব তথ্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনতে আমরা ব্যাপক অনুসন্ধান শুরু করেছি।”

সিসিটিভি ফুটেজ—যার সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স—দেখা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় সময় ৯টার কিছু পর কিয়েভের দক্ষিণাঞ্চলীয় হোলোসিভস্কি জেলায় এক ব্যক্তি একটি ভবন থেকে বেরিয়ে পার্কিং লটে যান। তার হাতে একটি প্লাস্টিক ব্যাগ ও একটি হোল্ডঅল ব্যাগ ছিল। ঠিক সেই মুহূর্তে এক ব্যক্তি দৌড়ে এসে খুব কাছ থেকে গুলি ছোড়ে। অনলাইন নিউজপোর্টাল ‘ইউক্রেইনস্কা প্রাভদা’ অজ্ঞাত সূত্রের বরাতে জানায়, হামলাকারী একটি পিস্তল দিয়ে পাঁচবার গুলি করেন।

এই হত্যাকাণ্ড এমন এক সময়ে ঘটল, যখন ইউক্রেন রাশিয়ার চালানো সর্ববৃহৎ আকাশ হামলার কথা জানায়। মঙ্গলবারের সেই হামলায় রাশিয়া ইউক্রেনজুড়ে ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বলে দাবি করা হয়।

বৃহস্পতিবার ভোররাতে কিয়েভে আবারও রুশ হামলা হয়, যাতে কমপক্ষে দুইজন নিহত এবং ১৬ জন আহত হন।

কিয়েভ শহরের আটটি অঞ্চলে এই হামলায় মোট ১৮টি ক্ষেপণাস্ত্র ও ৪০০ ড্রোন ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাশিয়া বারবারই বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগে অভিযুক্ত।

এদিকে, যুদ্ধক্ষেত্রেও তীব্র লড়াই চলছে। পূর্ব ইউক্রেনে রুশ বাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং গত গ্রীষ্মে ইউক্রেনীয় সেনারা যে কুর্স্ক অঞ্চলের অংশ দখল করেছিল, তা ফের রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে।

বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে রয়েছে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপ।

তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের কোনো সমাধান এখনও দেখা যাচ্ছে না। যুদ্ধবিরতির আলোচনা কার্যত থমকে আছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি বিরক্তি প্রকাশ করছেন এবং তাকে চাপে রাখার আহ্বান জানাচ্ছেন।

 সূত্র: বিবিসি

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com