বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিমান দুর্ঘটনায় দগ্ধ অভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে সিএমএইচে নৌ উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে ঘন ঘন মতবিনিময় হলে ভালো হতো: ফখরুল বাংলাদেশে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখা অসম্ভব : প্রেস সচিব নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত জাপানের সাথে ‌‘ঐতিহাসিক’ বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে দলগুলো: আসিফ নজরুল ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে: প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের ৬ দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে : মাহফুজ আলম বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১ একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না: আলী রীয়াজ

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল আজহায় যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে এবার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে।

একই সঙ্গে কোরবানির পশুবাহি ট্রাক পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাটে থাকবে বিআইডব্লিউটিসির বিশেষ ব্যবস্থা। এছাড়া ঘাট এলাকায় যানজট মুক্ত এবং দালাল, ছিনতাইকারী, মলমপার্টি, যাত্রী হয়রানি রোধে থাকবে পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও অবৈধ যানবাহন চলাচল রোধে ঘাট এলাকায় সার্বক্ষণিক থাকবে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া যাত্রীদের সুবিধার্থে ঘাটে থাকবে অস্থায়ী টয়লেটসহ সুপেয় পানির ব্যবস্থা।

শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।

 

এ সময় বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, ঈদে ১৭টি ফেরি এবং ২০টি লঞ্চ চলাচল করবে। যার প্রায় সবগুলোর প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তের (৩, ৪ ও ৭) এই ৩টি ফেরি ঘাট সচল রয়েছে। এছাড়া নদীর পানি বাড়লে ৬ নম্বর চালু করা হবে।

এদিকে ঈদের আগের ৩ দিন ও ঈদের পরের ৭ দিন নদীতে বন্ধ থাকবে বালুবাহি বাল্কহেড চলাচল। এছাড়া পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য সব ট্রাক চলাচল বন্ধ থাকবে।

রাজবাড়ী সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল বলেন, যাত্রী ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ট্রাফিকসহ জেলা পুলিশ ২৪ ঘণ্টা কাজ করবে। এছাড়া ঘাট এলাকায় একটি কন্ট্রোল রুম থাকে। এখানে সার্বক্ষণিক মনিটরিং করা হয়। চাঁদাবাজ, দালাল চক্র, মলমপার্টি, ছিনতাইকারীর দৌরত্ব কমাতে জেলা পুলিশ কাজ করছে।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, যখন পদ্মা সেতু ছিল না, তখনকার যাত্রী ও যানবাহনের চাপ সামালোচনার অভিজ্ঞতা পুরাতন সব কর্মকর্তাদের আছে। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার সুন্দরভাবে এক হয়ে কাজ করবেন সবাই।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ঈদের আগের ৩ দিন, ঈদের দিনসহ পরের ৭ দিন ঘাটের আশপাশে বালুবাহি বাল্কহেড চলাচল করবে না। পশুবাহি ট্রাক পারাপারে স্পেশাল ব্যবস্থার পাশাপাশি সড়ক পরিবহন আইনে সড়ক ও ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত করা হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com