বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের ৬ দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে : মাহফুজ আলম

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি শিগগিরই গঠিত হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

একই সঙ্গে, এই দুর্ঘটনার প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান।

তিনি লিখেছেন, মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শিগগিরই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com