বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আশা করছি শুল্ক কিছুটা কমে আসবে : অর্থ উপদেষ্টা বিশ্বের উন্নয়ন ভাবনাকে প্রকৃতি কেন্দ্রিক হতে হবে : পরিবেশ উপদেষ্টা ১৩ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা মাদক ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান আত্মসংযমের মাধ্যমে সমাজ গড়ে তোলার আহ্বান তারেক রহমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না : শিক্ষা উপদেষ্টা বিমান দুর্ঘটনায় দগ্ধ অভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে সিএমএইচে নৌ উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে ঘন ঘন মতবিনিময় হলে ভালো হতো: ফখরুল বাংলাদেশে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখা অসম্ভব : প্রেস সচিব নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত

বিমান দুর্ঘটনায় দগ্ধ অভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে সিএমএইচে নৌ উপদেষ্টা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বুধবার (২৩ জুলাই) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেছেন। সেখানে তিনি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকসহ বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়ের সময় উপদেষ্টা রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশ দেন।

এছাড়াও, জুলাইয়ে গণঅভ্যুত্থানে আহত ও বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন ছাত্রদের অবস্থাও তিনি প্রত্যক্ষ করেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

উত্তরায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনাকে ‘সমগ্র জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক’ বলে উল্লেখ করেন নৌ উপদেষ্টা। নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

ড. সাখাওয়াত হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে। এরইমধ্যে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে একটি মেডিকেল টিম দেশে এনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপদেষ্টার এ সময়ের পরিদর্শনে সিএমএইচ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com