মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

জীবনের শেষ সময় পর্যন্ত দ্বীনের জন্য লড়তে চাই: জামায়াত আমির

খুলনা প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে অনেক শাসন দেখেছি যা শাসন ছিল না, শোষণ ছিল। আমরা সৎ মানুষের শাসন চাই। আল্লাহর কোরআনের শাসন চাই।

তিনি বলেন, জীবনের শেষ সময় পর্যন্ত দ্বীনের জন্য লড়তে চাই। বিদায় নিতে চাই শহীদ হিসেবে। শহীদের রক্তাক্ত চাদর পরে আল্লাহর সামনে দাঁড়াতে চাই।

মঙ্গলবার (২২ জুলাই) খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানের পথসভায় প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন। 

দাকোপ উপজেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা আকতার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. ওয়াহিদুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

ঢাকার উত্তরায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে জামায়াতের আমির এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের শহীদি মর্যাদা ও যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রত্যেকের প্রতি আল্লাহর রহমত কামনা করেন।

এর আগে ডা. শফিকুর রহমান সকাল ১০ টার দিকে দাকোপের চালনায় হেলিকপ্টারযোগে অবতরণ করেন। পরে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত দাকোপ উপজেলা জামায়াতে আমির শহীদ মাওলানা আবু সাঈদের বাড়িতে পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তিনি চালনা সরকারি পৌর কবরস্থানে তার কবর জিয়ারত করেন। 

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সমাবেশ-এ যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় ১৯ জুলাই রাত পৌনে ৩ টার দিকে সড়ক দুর্ঘটনায় মাওলানা আবু সাঈদ নিহত হন।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com