ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শোক বার্তাটি প্রকাশ করেছেন তিনি।
আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ঢাকায় একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানার পর আমার হৃদয় ভেঙে গেছে বাংলাদেশের মানুষদের জন্য। বহু মানুষ প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই শিশু। আহত হয়েছে আরও শতাধিক।
ভুক্তভোগীদের মধ্যে ছিলেন মাহরীন চৌধুরী, এক জন শিক্ষক যিনি তার ছাত্রছাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান। সাহসিকতার সঙ্গে ধোঁয়া ও আগুনের মধ্যে ফিরে গিয়ে আরও প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। তার অসামান্য সাহসিকতা ভুলে যাওয়া যাবে না।
আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি লিখব, যাতে বাংলাদেশের ভাই-বোনদের প্রতি মালয়েশিয়ার সংহতি জানানো যায়। এই শোকের মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা প্রতিটি হারানো প্রাণ এবং প্রতিটি বিপর্যস্ত পরিবারের জন্য শোকাহত।
বাংলা৭১নিউজ/এসএইচ