নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন যাত্রী। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নাটোর বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এতে থাকা পাঁচজন যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনাস্থল ঘিরে তৈরি হয়েছে শোক ও আতঙ্কের পরিবেশ। স্থানীয়রা জানান, মহাসড়কে দ্রুতগতির যান চলাচলের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে।
বাংলা৭১নিউজ/এআরকে