বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের হাতে নিরাপদ নয়। তিনি অভিযোগ করেন, সরকারের আশপাশের লোকজনই দেশের অর্থনীতিকে লুটেপুটে নিচ্ছে। ব্যাংক লুট, ঘুষবাণিজ্য, অর্থ পাচার সবকিছুর পেছনে আছে তাদেরই হাত।
বৃহস্পতিবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘গত আট মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এখন দেশ চলছে পাচারকারীদের কবজায়। উপদেষ্টাদের অনেকের বাবা-চাচা ব্যবসা শুরু করেছেন। ঘুষ খাওয়ার অভিযোগও উঠেছে। অথচ এ নিয়ে কোথাও কথা বলা যাচ্ছে না।’
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, ‘এ সরকারের বিরুদ্ধে কোনো মিডিয়ায় কিছু বলা যায় না। কোনো পত্রিকায় লিখতে দেওয়া হয় না। মিডিয়ার স্বাধীনতা নেই। লজ্জায় আরও অনেক ঘটনা বলতে পারছি না।’
সরকারকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ‘আমরা কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়োর মতো একজন ঘাড়ে চেপে বসেছে, নামতেই চায় না। এখন আমাদের দায়িত্ব ঘাড় থেকে নামানো।’ তিনি বলেন, ‘ভিক্ষা চাই না, হিসাবের পাওনা বুঝে নিতে চাই। জনগণের ভোটের অধিকার, ন্যায্য অধিকার, সেটা আমাদের আদায় করে নিতে হবে।’
মিয়ানমারের সঙ্গে ‘মানবিক করিডর’ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের নেই বলে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচিত সরকার ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। করিডরের সিদ্ধান্ত নিয়ে সাবধান হতে হবে। বিএনপি এর বিরুদ্ধে অবস্থান নেবে। এসব সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি হতে পারে।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ