শনিবার, ১০ মে ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা চালুর কথা ভাবছে সরকার : শিক্ষা উপদেষ্টা প্রকল্প বাস্তবায়নে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দ্রুত সিদ্ধান্ত না আসলে সারা দেশ থেকে ঢাকা মার্চ : নাহিদ জাতীয় সনদ নাগরিকের সকল অধিকার সুরক্ষিত করবে : আলী রীয়াজ ভারতের ৩৬ স্থানে ৪০০ ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি দিল্লির পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছে পাকিস্তান সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার প্রেসক্রিপশনে ২০ শতাংশ ওষুধে জেনেরিক নাম লেখার সুপারিশ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ, যা বললেন আসিফ নজরুল

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আগামী বুধবার অনুষ্ঠিত হবে। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এদিন তাকে ডি-লিট ডিগ্রি দেবে চবি।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে হতে যাওয়া সর্ববৃহৎ এ সমাবর্তনে অংশে নিবেন ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট। এদিন ২২ গবেষককে পিএইচডি ও ১৭ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা উপাচার্যের নিজ হাতে স্বাক্ষর করা সনদও পাবেন।

সমাবর্তনে বক্তব্য দেবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। এছাড়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ কয়েকজন উপদেষ্টা আসার কথা রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

সমাবর্তনকে ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছি জানিয়ে সমাবর্তন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এতো বড় সমাবর্তন এর আগে কখনো হয়নি। আমরা সমাবর্তনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আশা করছি খুব ভালো একটি অনুষ্ঠান শিক্ষার্থীদের উপহার দিতে পারবো।

বুধবার (১৪ মে) দিনব্যাপী যা হবে

সমাবর্তিদের বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিজ বিভাগ থেকে গাউন-টুপি ও খাবার নিতে হবে। এরপর দুপুর ১টার মধ্যে কেন্দ্রীয় খেলার মাঠের প্যান্ডেলে ঢুকতে হবে। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে সমাবর্তন শোভাযাত্রা হবে।

তবে এতে কোনো গ্র্যাজুয়েট অংশ নিতে পারবেন না। পরে দুপুর ২টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। প্রধান উপদেষ্টার বক্তব্য, ডি-লিট গ্রহণ, শিক্ষা উপদেষ্টার বক্তব্য, উপাচার্যের বক্তব্য, দুই উপ-উপাচার্যের বক্তব্য মিলিয়ে অনুষ্ঠান শেষ হবে বিকেল ৪টায়।

মানতে হবে বিশেষ নির্দেশনা

দুপুর ১টার পরে কোনো সমাবর্তীকে প্যান্ডেলে প্রবেশ করতে দেবে না এসএসএফ। এমনকি লাইনে দাঁড়ানো অবস্থায় ১টা বেজে গেলেও বাকিরা প্রবেশ করতে পারবেন না। দুপুর ২টায় মূল অনুষ্ঠান শুরু হবে। শেষ হবে ৪টায়। এর মধ্যে প্যান্ডেল থেকে কেউ বের হতে বা প্রবেশ করতে পারবেন না। জরুরি প্রয়োজনে মেডিকেল টিম ও ওয়াশরুমের ব্যবস্থা প্যান্ডেলের মধ্যেই থাকবে।

মোবাইল ব্যতীত অন্য কিছু সঙ্গে নেওয়া যাবে না। বৃদ্ধ ও শিশুদের না আনার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়ে এলে ড্রাইভার নিয়ে আসতে অনুরোধ করা হয়েছে। যাতে ১ নম্বর গেটে সমাবর্তী নেমে যেতে পারেন। ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নিজ দায়িত্ব করতে হবে।

ক্যাম্পাসে দোকান ও খাবার হোটেল খোলা থাকবে। তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আসার রুটে কোনো হোটেল থাকলে সেগুলো বন্ধ করা হতে পারে। সমাবর্তিদের জন্য থাকবে ১০০ বাস। সমাবর্তনের দিন সকাল ৬টা থেকে শহরের নির্দিষ্ট পয়েন্ট থেকে ১০০টি বাস সমাবর্তিদের নিয়ে ক্যাম্পাসের উদ্দেশ্য ছেড়ে আসবে। সমাবর্তন শেষে এগুলো আবার শহরে ফিরে যাবে।

৫ পয়েন্টে থাকবে এলইডি পর্দা 

সাধারণ শিক্ষার্থীদের জন্য শহীদ মিনার, জারুল তলা, সায়েন্স ফ্যাকাল্টিসহ ৫ পয়েন্টে এলইডি পর্দায় অনুষ্ঠান দেখানো হবে। সমাবর্তন অনুষ্ঠান সরাসরি লাইভ সম্প্রচার করবে বিটিভি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com