চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর আগে সোমবার বাংলাদেশ সময় রাত ৭টা ৪০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। নিজের গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে পৌঁছে দেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিমানবন্দরে পৌঁছে বিদায়ের মুহূর্তে মা-ছেলের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হয়। খালেদা জিয়া ছেলেকে জিজ্ঞেস করেন, ‘কতক্ষণ থাকবি এখানে?’ জবাবে তারেক রহমান বলেন, তুমি উঠে গেলে, জাইমা এলে চলে যাবো।
বিদায়ের সময় দুজনকেই হাসিমুখে দেখা গেছে। বিদায়বেলায় ছেলেকে গালে আদর করেন মা, জড়িয়ে ধরেন তারেকও। ওই সময়ের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা একে ‘আবেগঘন’ মুহূর্ত বলে মন্তব্য করছেন।
বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমান হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধূ- জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন খালেদা জিয়া। বিমানবন্দরে দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মীদের ঢল নামে।
রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেন।
এদিকে, দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের জটিলতা বিবেচনায় রেখে তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় বিশেষ মেডিকেলের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তার আগমন ঘিরে বাসাটি একটি আধুনিক ও জরুরি চিকিৎসা সুবিধাসম্পন্ন কেন্দ্রে রূপান্তর করা হয়েছে, যেন কোনো ধরনরে স্বাস্থ্য সংকটে দ্রুত সাড়া দেওয়া যায়।
বাংলা৭১নিউজ/এসএইচ