যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানি হয়ে আসা কাঁচা মরিচবোঝাই ট্রাক থেকে একটি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রবিবার বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশ-ভারত মেইন সীমানা পিলার ১৮/৩-এস থেকে বাংলাদেশের ১০ গজ ভেতরে আমদানি-রফতানি মেইন গেটে ট্রাকটি (সিজি-০৪ পিইউ-৫২৮৮) তল্লাশি করে বিজিবি। এসময় ট্রাকটির চালক ভারতীয় নাগরিক গুরজীত সালুজা (৩১) ও চালকের সহকারী রামদাস নাওয়াদির (২৪) কাছে একটি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি পাওয়া যায়।
যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ট্রাকটির চালক গুরজীত সালুজা ভারতের মধ্যপ্রদেশের বিতুল এলাকার চন্দ্রশেখর ওয়ার্ডের জাস পাল সালুজা’র ছেলে। তার সহকারী রাম দাস নাওয়াদি একই এলাকার মালকিয়া নাওয়াদির ছেলে।
বিজিবি অধিনায়ক বলেন, উদ্ধার হওয়া পিস্তল ও গুলির মূল্য আনুমানিক এক লাখ তিন হাজার টাকা।
উদ্ধার হওয়া অস্ত্র ও আটক দুইজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ