রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলিসহ মো. রনি ওরফে শুটার রনিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। শনিবার রাত ৮টা ৫০ মিনিটে র্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
রবিবার বেলা ১১টায় র্যাব-১০ সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম হাসান সিদ্দিকী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, গেন্ডারিয়া থানাধীন আজগর আলী হাসপাতাল এলাকায় কয়েক ব্যক্তি অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে অবস্থান করছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে র্যাবের একটি দল অভিযানে গেলে রনি পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শুটার রনির বাড়ি শরীয়তপুর জেলার পালং মডেল থানার চিকন্দি গ্রামে। বর্তমানে সে শ্যামপুর দোলাইরপাড়ের যুক্তিবাদি গলিতে বসবাস করছিল। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্রটি পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র। রনির বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি পেশাদার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে গেন্ডারিয়াসহ বিভিন্ন এলাকায় অস্ত্র ও মাদকের সিন্ডিকেট গড়ে তুলে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই অভিযান তাদের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি, সময়োপযোগী পদক্ষেপ ও দক্ষতারই প্রমাণ। অবৈধ অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত রনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ