রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে বাসে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. মিজানুর রহমান(৪০) নামের এক কাপড় ব্যবসায়ী মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটায় মিজানের মৃত্যু হয়।
নিহতের ভাই মাইনুদ্দিন জানান, ঢাকা কলেজের সামনে নূরজাহান মার্কেটে আমার ভাইয়ের কাপড়ের দোকান আছে। আজ সাদ্দাম মার্কেট এলাকায় গুলিস্তানে যাওয়ার পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে কিছু খাইয়ে অচেতন করে ফেলে। পরে তাকে জিরো পয়েন্টে রেখে যায় বাসের চালক ও হেলপার। আমরা খবর পেয়ে ভাইকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, মিজানুর রহমান নোয়াখালীর চাটখিল এলাকার মৃত আবুল খায়েরের সন্তান। বর্তমানে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় স্ত্রী ও চার সন্তান নিয়ে থাকতেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/একেএম