শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ১০ কোটি টাকার মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় ১০ কোটি ৪২ লাখ টাকার মাদক, দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।

শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি ঠোঁটারপাড়া গ্রামের ছম্মাত আলীর ছেলে সিনবাদ আলী (২৭) এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সওকত মন্ডলের ছেলে মিন্টু হোসেন (২৯)। 

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার ভোরে অভিযান চালিয়ে সিনবাদ ও মিন্টুর কাছে থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৯০ বোতল ফেনসিডিল ও ৫০ এমএল পরিমাণের ২০ বোতল এলএসডি। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৪২ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।

আটক সিনবাদ আলী দৌলতপুর আশ্রায়ন বিওপি এলাকায় গত জুন মাসে সংঘটিত মোহন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কুখ্যাত মাদক ও চোরাকারবারি হিসেবে পরিচিত। জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক আসামিদের থানায় হস্তান্তর কার্যক্রম চলছে। 

প্রসঙ্গত, গত ২৭ জুন রাত সাড়ে ৯টার দিকে মহিষকুন্ডি ঠোঁটারপাড়া মাঠে মাদক কারবারি নিয়ে বিরোধের জেরে মোহন আলী (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com