বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

কাশ্মীরের পাহেলগাঁওয়ে ভয়াবহ হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে চিরবৈরী দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (২৫ এপ্রিল) সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এ প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ এপ্রিল)  আন্তোনিও গুতেরেসের এ বার্তা দিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্টিফেন ডুজারিক জানান, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ রাখছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, আমরা ভারত ও পাকিস্তান উভয় সরকারের প্রতি আহ্বান জানাই যেন তারা সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করে এবং নিশ্চিত করে যে সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে পরিস্থিতি যেন আরও খারাপ না হয়।

তিনি আরও বলেন, আমরা জম্মু ও কাশ্মীরে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার নিন্দা খুবই স্পষ্টভাবে জানিয়েছি।

দুজাররিক জানান, ভারত ও পাকিস্তানের মধ্যকার যেকোনো সমস্যা শান্তিপূর্ণ উপায়ে, পারস্পরিক অর্থবহ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত এবং সেটাই আমরা বিশ্বাস করি।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বন্দুকধারীরা ভয়াবহ হামলায় ২৫ ভারতীয়সহ ২৬ জন নিহত হন। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি ছদ্মবেশী শাখা। এ হামলায় মূলত পর্যটকরা প্রাণ হারান।

এ ঘটনার পরদিন বুধবার ভারত প্রতিবেশী পাকিস্তানের কূটনীতিকদের বহিষ্কার, কিছু ভিসা বাতিল, পারস্পরিক বাণিজ্য স্থগিতসহ সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে।

ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধসহ বুধবার বেশ কয়েকটি পালটা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। 

সূত্র: এনডিটিভি

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com