এশিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতি নিতে বাংলাদেশ ইতোমধ্যেই পৌঁছে গেছে বাহরাইনে। সেখানে পৌঁছেই গত বৃহস্পতিবার মাঠে নেমেছে বাংলাদেশ অ-২৩ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় মাঠে নেমেছে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা।
বাংলাদেশ দলের সঙ্গে ঢাকা থেকে বাহরাইনে যাননি রিমন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ ও মজিবর রহমান জনিরা। তারা ব্যস্ত ছিলেন কিংসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে। তা শেষ করে কাতার থেকে সরাসরি দলের সাথে যোগ দেন তিন ফুটবলার।
এদিকে দলের ম্যানেজার শাহিন হাসান বলেন, দল দারুণ কিছুর আশা নিয়েই পা রেখেছে বাহরাইনে। সেখানে নিজেদের সেরাটা দিতে চায় দল। সঙ্গে এশিয়ান কাপ বাছাইপর্বের সেরা প্রস্তুতিটাও নিতে চান কোচ সাইফুল বারী টিটু।
আগামী ১-৯ সেপ্টেম্বর হবে এশিয়ান কাপের বাছাইপর্বের খেলা। বাংলাদেশ আছে এই প্রতিযোগিতার সি গ্রুপে। এই গ্রুপের সব খেলা ভিয়েতনামে হবে। বাংলাদেশের গ্রুপসঙ্গী হিসেবে সেখানে আছে স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর।
সেই প্রতিযোগিতার প্রস্তুতিটা বাংলাদেশ নিতে চায় বাহরাইনে। সেখানে আগামী ১৮ ও ২২ আগস্ট দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দল।
বাংলা৭১নিউজ/এবি