ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ১৮টি হল সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম খান পান্না বলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী আগামীকাল ডাকসুর তফসিল ঘোষণার হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২০ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন, টিএসসি কেন্দ্রিক সংগঠন, বাস রুটের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, তফসিল ঘোষণার অফিসিয়াল তারিখ ২৯ জুলাই। আমরা এ সিদ্ধান্ত থেকে এক পাও পিছপা হবো না। তফসিল ঘোষণার পর নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধাপ যথাযথভাবে অনুসরণ করবো।
তিনি জানান, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে তফসিল ঘোষণার পর ৪০ থেকে ৪৫ দিনের সময় প্রয়োজন হবে এবং এ সময়সীমার বাইরে যাওয়া হবে না।
বাংলা৭১নিউজ/এসএইচ