মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সর্বোচ্চ যত্ন এবং চিকিৎসা নিশ্চিত করতে সরকার ব্যাপক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, আমরা যথাযথ চিকিৎসার নিশ্চয়তা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু যে সন্তান হারিয়ে গেছে তার কষ্ট একমাত্র তার পরিবারই বুঝতে পারে।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, আমাদের আহত বাচ্চাদের জন্য চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ পুরো স্বাস্থ্যকর্মী দল দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, যাতে তারা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে।
মাইলস্টোন দুর্ঘটনা জাতীয় করুণ ঘটনা হলেও, স্বাস্থ্য বিভাগের প্রতিটি ইউনিট আহতদের যথাযথ সেবা দিতে একযোগে কাজ করছে। এই দুর্ঘটনা আমাদের স্বাস্থ্যব্যবস্থার চ্যালেঞ্জও সামনে এনেছে, যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, একজন সন্তানের ক্ষতি পুরো সমাজের জন্য গভীর ব্যথার। তাই আমরা সবাইকে একসঙ্গে দাঁড়িয়ে এই সংকট থেকে উত্তরণের আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলনে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং চিকিৎসকদের ‘জুলাই বীর’ হিসেবে সম্মান জানানো হয়।
বাংলা৭১নিউজ/এবি