বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

দ্বিতীয় টি-টোয়েন্টি পাওয়ার প্লেতেই ৪ উইকেট খুইয়ে বসেছে বাংলাদেশ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

সিরিজ জয়ের মিশন। জিতলে ইতিহাস গড়া হবে। এমন ম্যাচে ব্যাট হাতে শুরুটা একদমই ভালো হলো না বাংলাদেশের। মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাওয়ার প্লের ৬ ওভারেই ৪ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা, তুলেছে মোটে ২৯ রান।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই ধাক্কা। তানজিদ হাসান তামিমের বদলে খেলতে নেমে ওপেনার নাইম শেখ ৭ বলে ৩ করেই সাজঘরের পথ ধরেন।

ফাহিম আশরাফের বলে হাঁটু গেড়ে উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে মারতে চেয়েছিলেন নাইম। বল ব্যাটে লেগে জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে।

পঞ্চম ওভারে লিটন দাস বরাবরের মতো দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট বিলিয়ে আসেন। তিনি সালমান মির্জার শিকার হন ডিপমিডউইকেটে ক্যাচ দিয়ে। বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে আসে ৯ বলে ৮ রান।

ওই ওভারেই দুই বল পর সালমান আগার থ্রোতে রানআউট হন তাওহিদ হৃদয় (০)। ২৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ার প্লের শেষ ওভারে মারকুটে পারভেজ হোসেন ইমনও আউট হয়ে যান।

অভিষিক্ত পেসার পারভেজ দানিয়েলের বলে মিডঅনে ক্যাচ দিয়ে ফেরেন ইমন। ১৪ বলে একটি করে চার-ছক্কায় তার ব্যাট থেকে আসে ১৩ রান।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com