সামনে আরেকটি ইতিহাস গড়ার হাতছানি। পাকিস্তানের বিপক্ষে কখনই টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিততে পারলেই সে ইতিহাসে নাম লেখানো হবে।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয়ের এই মিশনে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। পাকিস্তান অধিনায়ক সালমান আগা ফিল্ডিং বেছে নিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ আগে ব্যাট করবে।
এর আগে একই ভেন্যুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় টাইগাররা।
বাংলা৭১নিউজ/এসএইচ