জাতীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে বসে পড়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বিকাল পাঁচটা ২৩ মিনিটের দিকে তিনি বুকে হাত দিয়ে মঞ্চে পড়ে যান।
সাত দফা দাবিতে শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিকাল পাঁচটার পর বক্তৃতা দিতে দাড়ান জামায়াত নেতা।
কিছুক্ষণ পরে তিনি অসুস্থ বোধ করতে থাকলে বক্ততৃতা বন্ধ করেন। এ সময় আশপাশের নেতাকর্মীরা এসে তাকে ধরেন, মাথা থেকে টুপিটা খুলে বাতাস করেন।
পরে বসে বসে বক্তৃতা করেন জামায়াত আমির। তাকে দুই পাশ থেকে ধরে রাখেন কয়েকজন নেতা।
বাংলা৭১নিউজ/এসএইচ