রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

দাবানলের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে তুরস্কে গ্রেফতার ১০

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

দাবানলের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে তুরস্কে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকা শুক্রবার এ তথ্য জানিয়েছেন। 

এক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিম উপকূলীয় প্রদেশ ইজমির। এতে দু’জন প্রাণ হারিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ জুন থেকে শুরু হওয়া ৬৫টি অগ্নিকাণ্ডের মধ্যে কয়েকটি ঘটেছে বন এলাকার কাছে ওয়েল্ডিং এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহার ও বাগানের বর্জ্য পোড়ানোর কারণে। এ বিষয়ে ১৫ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে। 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। উচ্চ তাপমাত্রা, তীব্র বাতাস ও কম আর্দ্রতার কারণেও আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি বলেছেন, ১০টির মধ্যে নয়টি দাবানলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দক্ষিণপূর্বাঞ্চলের হাতায় প্রদেশে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা রাতভর অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। 

সূত্র: রয়টার্সসিনহুয়া

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com