রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে শোক মিছিল

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ টার কিছুক্ষণ পর রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার উদ্যোগে শহরের খানকা শরীফ মসজিদ প্রাঙ্গণ (বড় মসজিদ) থেকে শোক মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে আঞ্জুমান ই কাদেরীয়ার কেন্দ্রীয় কমিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও ঢাকা আঞ্জুমান-ই-কাদেরীয়ার সভাপতি মাহবুবুল আলম দুলাল, রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার (ভারপ্রাপ্ত) সভাপতি নাসিম শফি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল মিয়াসহ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা ৩০ হাজারের বেশি ভক্ত মুরীদান এই শোক মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিল শেষে বড় মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী আঞ্জুমান ই কাদেরীয়ার (ভারপ্রাপ্ত) সভাপতি নাসিম শফি বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে ৩০ হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন। দিবসটি ঘিরে দিনব্যাপী আমাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, রাজবাড়ীতে পবিত্র আশুরা উপলক্ষ্যে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করছেন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com