রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ঢাকা-রোম দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে ৩০ আগস্ট তিনি ঢাকায় আসবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এ সফর হবে তাঁর প্রথম বাংলাদেশ সফর।

পাশাপাশি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইউরোপীয় কোনো দেশের সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর। গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকায় রাষ্ট্রীয় সফরে আসেন।

সে সময় প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফরের বিষয়টি প্রথম আলোচনায় আসে। তাঁর সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের বৈঠকে এ সফরের সম্ভাব্যতা ও যৌথ প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। কূটনৈতিক পর্যায়ে উভয় পক্ষের যোগাযোগের পর এটি চূড়ান্ত রূপ নেয়।

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও শ্রম অভিবাসন নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। ইতালি আগামী তিন বছরে ৫ লাখ কর্মী নেবে। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে জোর দেবে বাংলাদেশ।

এ ছাড়া বাণিজ্যিক খাতে ইতালি ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার প্রস্তুতি চলছে। পোশাক খাত, চামড়াশিল্প, নবায়নযোগ্য জ্বালানি এবং প্রযুক্তি খাতে ইতালি আগ্রহ প্রকাশ করেছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com