শুরু থেকেই আগ্রাসী বোলিংয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দিয়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। পাওয়ারপ্লেতেই এই দুই পেসার মিলে তুলে নিয়েছেন শ্রীলঙ্কার তিনটি গুরুত্বপূর্ণ উইকেট।
ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলেই প্রথম আঘাত হানেন তানজিম।