প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ৩:৫৯ পি.এম
তাসকিন-তানজিমে শুরুতেই চাপে শ্রীলঙ্কা
শুরু থেকেই আগ্রাসী বোলিংয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দিয়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। পাওয়ারপ্লেতেই এই দুই পেসার মিলে তুলে নিয়েছেন শ্রীলঙ্কার তিনটি গুরুত্বপূর্ণ উইকেট।
ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলেই প্রথম আঘাত হানেন তানজিম।
বাড়তি গতি ও বাউন্সে বিভ্রান্ত হয়ে পাথুম নিশাঙ্কা কাট করতে গিয়ে ব্যাটে-বলে সংযোগ না পেয়ে উইকেটকিপার লিটন দাসের হাতে সহজ ক্যাচ দেন। ৮ বল খেলে রানের খাতা না খুলেই ফেরেন তিনি।পরের ওভারে আঘাত হানেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের বল ইনসাইড এজ হয়ে গিয়ে বোল্ড হন নিশান মাদুশকা।
১৩ বলে করেন মাত্র ৬ রান। এরপর নিজের দ্বিতীয় ওভারে তাসকিন ফিরিয়ে দেন কামিন্দু মেন্ডিসকে। গুড লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে মিড অফে থাকা মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়েন তিনি। রানের খাতা খোলার আগেই বিদায় নেন কামিন্দু।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৩৪ রান। ক্রিজে রয়েছেন অধিনায়ক কুশল মেন্ডিস ২০ রানে ও চার রান নিয়ে আসালাঙ্কা।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025