করোনাভাইরাস যেন আবারও সতর্ক সংকেত দিচ্ছে সিলেট বিভাগে। সংক্রমণের গতি ধীর হলেও মৃত্যুর তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। মাত্র পাঁচ দিনের ব্যবধানে প্রাণ হারালেন আরও একজন বৃদ্ধ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৮০ বছর বয়সী এক ব্যক্তি।
মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে বুধবার (২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষার মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সিলেট জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন। এ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ৪২২টি নমুনা সংগ্রহ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. মিজানুর রহমান বলেন, মারা যাওয়া ব্যক্তি গত ২১ জুন হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এ নিয়ে সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট দুই জনের মৃত্যু হলো।
উল্লেখ্য, এর আগে গত ২৬ জুন করোনায় আক্রান্ত হয়ে সিলেটে আরও একজনের মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ