শনিবার, ২৪ মে ২০২৫, ১০:০২ অপরাহ্ন

সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

দেশে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা ও নানান গুঞ্জনের মধ্যে আজ শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। একই দিনে জামায়াতে ইসলামীর সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টায় জামায়াতের সঙ্গে এবং সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বসবেন বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, ড. মুহাম্মদ ইউনূস শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির সঙ্গে বৈঠক করতে চান।

বৈঠকে বিএনপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।

 

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য গণমাধ্যমকে বলেন, দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করতে এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তা নিরসনের অংশ হিসেবেই বিএনপি এই বৈঠকে অংশ নিচ্ছে বলে জানান তিনি।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন এবং বুধবার এক অফিসার সমাবেশে সেনাপ্রধানের দেওয়া বক্তব্যে সরকারের কার্যক্রম ও নির্বাচনের বিষয়ে করা মন্তব্যে হতাশ হয়ে পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

 

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ নানান ইস্যুতে আলোচনা হতে পারে। এর মধ্যে নির্বাচন, বিচার, সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয় বিশেষভাবে আলোচনা হতে পারে।

গত বৃহস্পতিবার দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com