জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় ‘নজরুল পুরস্কার ২০২৫’ ঘোষণা করা হয়েছে। ২৪ মে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের বরাতে ফেসবুক পেজের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হক এবং নজরুলসংগীত-চর্চায় নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারীকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। নজরুল পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ১ লাখ টাকা।
২৫ মে বিকেল ৪টায় জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত শ্রদ্ধাঞ্জলি ও সেমিনার অনুষ্ঠানে নজরুল পুরস্কার দেওয়া হবে। সঙ্গে দেওয়া হবে সম্মাননা স্মারক ও উত্তরীয়।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। এ ছাড়া বাংলা একাডেমির ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। নজরুল চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে বাংলা একাডেমি এ পুরস্কার চালু করে।
বাংলা৭১নিউজ/এসএস