বাংলা৭১নিউজ, ঢাকা: আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে এ সময়ের মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
বুধবার ভেরের দিকে দেশের নদী-অববাহিকার কোথাও-কোথাও ও তৎসংলগ্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকারও সম্ভাবনা রয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ৫৭ মিনিটে। অপরদিকে আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২৭ মিনিটে।
একই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অপরদিকে মৌসুমী লঘুচাপের অবস্থান এখন দক্ষিণ বঙ্গোপসাগরে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলা৭১নিউজ/সিএইস