বাংলা৭১নিউজ, ডেস্ক: ওয়েলিংটনে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি করেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও অধিনায়ক মুশফিকুর রহিম। চা বিরতির আগ পর্যন্ত তারা পঞ্চম উইকেট জুটিতে ২৩১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তোলেন।
সাকিব ১২৬ ও মুশফিক ১১২ রান নিয়ে ক্রিজে রয়েছেন। তাদের দুজনের ইনিংসই ১৮টি চার দিয়ে সাজানো।
সাকিবের ইনিংসটি ১৫০ বলে ১৩টি চারে সাজানো। আর মুশফিক ১৩০ বলে তার কাঙ্ক্ষিত সেঞ্চুরি করেন।
সাকিব-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে একটি বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে বিপক্ষে বাংলাদেশের সর্বেচ্চ রানের জুটি এটি।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান প্রথম দিনে অপরাজিত ৬৪ রান করা মুমিনুল হক।
দলীয় ১৬০ রানের মাথায় কিউই বোলার টিম সাউদির বলে দ্বিতীয় দিনে ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই আউট হন মমিনুল।
এরপরই মাঠে নামেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। জুটি বাঁধেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে।
প্রথম দিকের চাপ সামাল দিয়ে দ্বিতীয় দিনের চা-বিরতির আগেই এ জুটির ব্যাট থেকে আসে ১১৯ রান।
এর আগে বৃহস্পতিবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলে বাংলাদেশ। প্রথম দিন শেষে মুমিনুল হক ৬৪ এবং সাকিব আল হাসান ৫ রান নিয়ে অপরাজিত ছিলেন।
বৃহস্পতিবার ওয়েলিংটনে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মাত্র ১ রান করেই টিম সাউদির বলে আউট হন ইমরুল কায়েস। ইমরুল আউট হলেও কিউই বোলারদের ওপর তাণ্ডব চালান ওপেনার তামিম ইকবাল।
ট্রেন্ট বোল্ডের বলে আউট হওয়ার আগে ৫০ বলে ৫৬ রান করেন তামিম।
এরপর তৃতীয় উইকেটে মুমিনুল-মাহমুদউল্লাহ ৮৫ রানের জুটি গড়েন। মাহমুদউল্লাহ রিয়াদ ২৬ রান করে ওয়েনগারের বলে আউট হন। পরে মুমিনুল হকের সঙ্গে জুটি বাঁধেন সাকিব।
সাকিব ৫ রান করলে আলোর স্বল্পতার কারণে মাত্র ৪০.২ ওভারেই দিনের খেলা শেষ করেন আম্পায়াররা। এর আগে অবশ্য কয়েকবার বৃষ্টি হানা দেয়।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়।
বাংলা৭১নিউজ/সিএইস