যুব ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে রানপাহাড় গড়ে জিতলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকা।
হারারেতে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে প্রোটিয়া অনূর্ধ্ব-১৯ দল। ৪৩ রানে তাদের ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা যুব দলের সংগ্রহ ৪ উইকেটে ৫৩ রান।
বল হাতে আগুন ঝরাচ্ছেন আল ফাহাদ। এক ওভারে দুটিসহ প্রোটিয়াদের প্রথম ৪ উইকেটের ৩টিই নিয়েছেন ডানহাতি এই পেসার। অপর উইকেটটি আরেক পেসার ইকবাল হোসেন ইমনের।
বাংলা৭১নিউজ/এসএইচ