রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাম্পের মধ্যস্থতায় এবার থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত গ্রিন শিপইয়ার্ড না হলে জাহাজভাঙা কারখানা বন্ধ করে দিতে হবে মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থান রুখে দাঁড়াবার এক মহাকাব্য : সংস্কৃতি উপদেষ্টা নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে : আসিফ নজরুল আমরা দুর্নীতিবিরোধী কার্যক্রমে সোচ্চার হয়েছি : বাণিজ্য উপদেষ্টা শুধু অভিযোজন নয়, দরকার বিশ্বব্যাপী নির্গমন হ্রাস: পরিবেশ উপদেষ্টা পুরোনো সিস্টেমে দেশকে আর চলতে দেব না: নাহিদ

ফেনীতে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির দাফন

ফেনী প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুজনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার বাসপদুয়া এলাকায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয়রা জানায়, ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে দুপুরে ইয়াছিন লিটন (৪০) ও জাকির হোসেন মিল্লাত (২০) মরদেহ নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় স্বজনদের কান্নায় আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠে। পরে বৃষ্টির মধ্যে গ্রামবাসী তাদের জানাজার নামাজ আদায় করেন। লিটনের জানাজায় ইমামতি করেন গুথুমা চৌমুড়ি দাখিল মাদরাসার সুপার মাওলানা মীর আহমদ ও মিল্লাতের জানাজার নামাজ পড়ান তার বড় ভাই হাফেজ নুরুন্নবী পারভেজ। এ সময় পরশুরাম মডেল থানা পুলিশের এসআই শরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।

লিটনের বাবা মনির আহমদ বলেন, ‘আমার ছেলে টমটম চালিয়ে ও টিউবওয়েলের কাজ করে সংসার চালাতো। পরিবারে তার তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। এখন তাদের কে দেখাশোনা করবে।’

মিল্লাতের ভাই নুরুন্নবী পারভেজ বলেন, ‘আমার ভাই প্রবাসে যেতে পাসপোর্ট তৈরি করেছিল। এভাবে ভাইকে হারাতে হবে তা কখনো কল্পনা করিনি। এ বেদনা কতটা ভারী বুঝাতে পারব না।’

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘তারা এভাবে মানুষ খুন করবে, আর আমরা কোনো কিছু বলতে পারব না। এসব হত্যাকাণ্ড নিয়ে যদি রাষ্ট্রের পক্ষ থেকে যথাযথ জবাব চাওয়া হতো তাহলে বারবার এমন কিছু দেখতে হতো না।’

পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে গ্রামবাসীর উপস্থিতিতে সামাজিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার গুথুমা সীমান্তে কাঁটাতারের কাছে যান লিটন, মিল্লাত ও আফছার। তখন তাদের লক্ষ্য করে বিএসএফের সদস্যরা গুলি ছোড়েন। এ সময় গুলিবিদ্ধ লিটনকে ভারতে নিয়ে যায় বিএসএফ। সেখানে বিলোনিয়ার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

পরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিলোনিয়া চেকপোস্ট এলাকায় তার মরদেহ হস্তান্তর করেন বিএসএফ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মিল্লাত ও আফছারকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়। গুলিবিদ্ধ আফছার বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com