বাংলা৭১নিউজ,ঢাকা : র্যাব ও পুলিশের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাব ও পুলিশের মধ্যে দ্বন্দ্ব নেই। কাজ করতে গেলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। যা তারা নিজেরাই মিটিয়ে ফেলে।
তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি যে দুই বাহিনীর মধ্যে ঝামেলার সৃষ্টি হবে। কারণ দুটি বাহিনীই রাষ্ট্রের জন্য এক সঙ্গে কাজ করে যাচ্ছে। তাদের সবার কাজ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা করা। যা তারা করছে।
বাংলা৭১নিউজ/সিএইস