বাংলা৭১নিউজ, ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিলর হিসেবে দলের আসন্ন ২০তম সম্মেলনে যোগ দেবেন।
আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট কন্যা শেখ রেহানা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিলর হিসাবে যোগ দেবেন।
দলের ২০তম সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের ১৬৮ জন কাউন্সিলর যোগদান করবেন বলে জানা গেছে।
বাংলা৭১নিউজ/এস