সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্র যৌক্তিক শুল্ক নির্ধারণ করবে: বাণিজ্য উপদেষ্টা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে কাজ করতে চান সৌদির নতুন রাষ্ট্রদূত বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে: আসিফ নজরুল দূর্নীতিতে ডুবতে বসেছে পাউবো, কোটি টাকার তেল আত্মসাত জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে রাজধানীতে রিকশা র‌্যালি বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ৬৪ জেলায় শুরু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের’ কাজ: সংস্কৃতি উপদেষ্টা সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে অধিষ্ঠিত করা দরকার বিএনপি নেতৃত্বের চরিত্রহননের চেষ্টা হচ্ছে : ফখরুল

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির মৃত্যু

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন। তিনি প্রথম পর্যায়ে দেশ শাসন করেছেন একজন শক্তিশালী জান্তা শাসক হিসেবে। পরবর্তীতে একজন নির্বাচিত শাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রোববার ৮২ বছর বয়সে তার মৃত্যু হয়।

বর্তমান প্রেসিডেন্ট বোলা টিনুবু এক বিবৃতিতে মুহাম্মাদু বুহারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর বুহারি লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে মারা গেছেন।

বুহারি ১৯৮০-এর দশকে একজন সামরিক শাসক হিসেবে দৃঢ় হাতে নাইজেরিয়া শাসন করেছিলেন এবং নিজেকে ‘রূপান্তরিত গণতন্ত্রী’ হিসেবে পুনরুজ্জীবিত করেছিলেনঅ। ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন তিনি।

ওই মুখপাত্র জানিয়েছেন, বুহারির মৃতদেহ নাইজেরিয়ায় নিয়ে যাওয়ার জন্য টিনুবু তার ভাইস প্রেসিডেন্ট কাশিম শেতিমা ও চিফ অব স্টাফকে লন্ডনে পাঠিয়েছেন। বুহারিকে নাইজেরিয়ার নিয়ে দাফন করা হবে।

 

নাইজেরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মুসলিম বুহারিকে তার নিজ রাজ্য উত্তরপশ্চিমাঞ্চলীয় কাটসিনায় ধর্মীয় নিয়ম অনুযায়ী দাফন করা হবে।

বুহারি প্রথমে ১৯৮০-র দশকে একজন সামরিক শাসক হিসেবে নাইজেরিয়াকে নেতৃত্ব দিয়েছেন। সে সময় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেন। দুর্নীতিবিরোধী দৃঢ় রাজনীতির জন্য তিনি বেশ কিছু একনিষ্ঠ অনুসারি অর্জন করেছিলেন।

বুহারি তার সমর্থক ও সমালোচকদের সবসময় বলতেন, আমি সবার এবং আমি কারও নই। বুহারি ২০১৫ সালের নির্বাচনে নাইজেরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট গুডলাক জোনাথনকে পরাজিত করে নির্বাচিত হন। ওই নির্বাচনকে এখন পর্যন্ত নাইজেরিয়ার সবচেয়ে সুষ্ঠ নির্বাচন হিসেবে বিবেচনা করা হয়। নাইজেরিয়ার ইতিহাসে সেবারই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন।

বাংলা৭১নিউজ/এসএবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com