চট্টগ্রামের লালখান বাজারের মমতা মাতৃসদন নামের একটি ক্লিনিকের অপারেশন থিয়েটারে থাকা অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন লিকেজের ঘটনা ঘটেছে। চারদিকে ধোঁয়ার মতো অক্সিজেন ছড়িয়ে পড়লে ক্লিনিকে থাকা রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন।
শুক্রবার (২৭ জুন) বিকেল তিনটার দিকে লালখান বাজারের ওই ক্লিনিকের একটি ইউনিটের ওটিতে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অপারেশন থিয়েটারে রাখা একটি অক্সিজেন সিলিন্ডার লিকেজ হলে হঠাৎ ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে যায়। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে বাইরে বেরিয়ে আসেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৩টা ১০ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, ধোঁয়া দেখা মাত্র রোগীদের অন্য ইউনিটে সরিয়ে নেওয়া হয়। কেউ গুরুতর আহত হয়নি। গ্যাস সিলিন্ডার লিকেজে কারও গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এবি