মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার বৃষ্টি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত রপ্তানি বাড়াতে অঞ্চলভিত্তিক আম প্যাকেজিং হাউজ তৈরিসহ ৮ দাবি ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত পিপিপি পদ্ধতিতে দুই বস্ত্রকল চালুসহ ৫ প্রস্তাব অনুমোদন বাচ্চু পরিবার ও লা মেরিডিয়ানের মালিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সঞ্জীভা গার্ডেনে ভিডিওকলে শিমুল-‘কসাই’ জিহাদ, দেখাল হত্যার স্থান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিতাস-মেঘনা নদীর পানি বাড়ছে মাদক মামলার ভয় দেখিয়ে ছিনতাই: দুই পুলিশ সদস্যের দণ্ড ঘূর্ণিঝড়ে দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৮০ সদস্য ঘূর্ণিঝড় রেমাল বিদ্যুৎহীন উপকূলের ১ কোটি ৫৫ লাখ পরিবার ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’ ঘূর্ণিঝড় রিমাল ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে, তদারকি করা হবে: কৃষিমন্ত্রী টানা বৃষ্টিতে পানি নিচে নিউমার্কেট এলাকা পানির নিচে ঢাকা পান্থপথে ভেঙে পড়েছে গাছ দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড খুলনায় উপড়ে পড়েছে শত শত গাছ, ভেঙেছে সাইনবোর্ড-বিলবোর্ড

স্ত্রীর পরকীয়ার প্রাণ গেলো স্বামীর, স্বীকারোক্তি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৪ আগস্ট, ২০১৮
  • ১৬৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার লকু পশ্চিম কলোনীতে নওগাঁর গোলাম রব্বানী ওরফে সুজন (৪৭) কে স্ত্রীর পরকীয়ার কারনে নির্মম ভাবে খুনের শিকার হতে হয়েছে। নিহত হবার ঘটনার মাত্র চার দিনের ব্যবধানে আদমদীঘি থানা পুলিশের একটি টিম এই হত্যাকান্ড ঘটনা উদঘাটনে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন সান্তাহার পুলিশ ফাাঁড়ির পরিদর্শক মুসা মিয়া।

গ্রেফতারকৃত আসামী নওগাঁর কৃর্তীপুরের ইউপি সদস্য আতোয়ার রহমান বাচ্চু, জিয়াউল হক জিয়া ও আসাদুর রহমান রাজ্জাক আদালতে সুজন হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে এই হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারামতে স্বীকারোক্তিমূলক জবানন্দি দিয়েছেন।

গত বৃহস্পতিবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই স্বীকারোক্তিমূলক জবাববন্দি প্রদান করে। আসামীদের আদালত জেল হাজতে প্রেরন করেছেন।

আসামীদের আদালতে দেয়া স্বীকারোক্তিতে বলা হয় নওগাঁ সালেবাজ গ্রামের গোলাম রব্বানী ওরফে সুজনের স্ত্রী উম্মে হাবিবা ওরফে জারকার সাথে আসামী আতোয়ার রহমান বাচ্চুর পরকীয়ার কারনে বনিবনা না হওয়ায় স্ত্রী জারকা স্বামীকে তালাক দেয়। এতে স্বামী স্ত্রী ও কথিত প্রেমিকের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।এরপর একমাত্র মেয়ে সুজাতার নামে থাকা কিছু সম্পত্তি স্ত্রী জারকা বিক্রি করলে বিরোধটি চরম আকার ধারন করে। স্ত্রী জারকা ও মেয়ে সুজাতা সান্তাহার লকু পশ্চিম কলোনীতে তার মামা নাছিমের বাসায় থাকেন।

এদিকে মেয়ে সুজাতার দেয়া তথ্যানুসারে গোলাম রব্বানী সুজনকে কৌশলে গত ২৯ জুলাই গভীর রাতে বগুড়ার সান্তাহারে মামা নাছিমের বাসায় ডেকে নিয়ে স্ত্রী জারকাসহ অপর আসামীরা কেউ সুজনের ঘাড় মটকিয়ে, কেউ বালিশ চাপা ও কেউ দুই পা ও হাত আটকিয়ে সুজনকে হত্যা করে পার্শ্বের পুকুর পাড়ে ফেলে রেখে যায়। পরদিন ৩০ জুলাই পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। ওসি আবু সায়িদ মোঃ ওয়াহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, প্রথমে হত্যাকান্ডটি ক্রোলেস থাকলেও নিহতের মেয়ে সুজাতার দেয়া তথ্যানুসারে অপর আসামীদের গ্রেফতার ও তাদের আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সুজন  হত্যার রহস্য চার দিনেই উদঘাটন করা সম্ভব হযেছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com