মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার বৃষ্টি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত রপ্তানি বাড়াতে অঞ্চলভিত্তিক আম প্যাকেজিং হাউজ তৈরিসহ ৮ দাবি ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত পিপিপি পদ্ধতিতে দুই বস্ত্রকল চালুসহ ৫ প্রস্তাব অনুমোদন বাচ্চু পরিবার ও লা মেরিডিয়ানের মালিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সঞ্জীভা গার্ডেনে ভিডিওকলে শিমুল-‘কসাই’ জিহাদ, দেখাল হত্যার স্থান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিতাস-মেঘনা নদীর পানি বাড়ছে মাদক মামলার ভয় দেখিয়ে ছিনতাই: দুই পুলিশ সদস্যের দণ্ড ঘূর্ণিঝড়ে দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৮০ সদস্য ঘূর্ণিঝড় রেমাল বিদ্যুৎহীন উপকূলের ১ কোটি ৫৫ লাখ পরিবার ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’ ঘূর্ণিঝড় রিমাল ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে, তদারকি করা হবে: কৃষিমন্ত্রী টানা বৃষ্টিতে পানি নিচে নিউমার্কেট এলাকা পানির নিচে ঢাকা পান্থপথে ভেঙে পড়েছে গাছ দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড খুলনায় উপড়ে পড়েছে শত শত গাছ, ভেঙেছে সাইনবোর্ড-বিলবোর্ড

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের সিদ্ধান্ত হতে পারে আজ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯
  • ৬৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: একাদশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনের নির্বাচনের তফসিল নির্ধারণ হতে পারে আজ (সোমবার)। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বিকেলে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আজকের কমিশন সভায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদ্য প্রয়াত সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনের নির্বাচনের তফসিল নির্ধারণ নিয়েও সিদ্ধান্ত হতে পারে। মৃত্যুর আগে তিনি শপথ নিতে না পারায় এ আসনে সাধারণ নির্বাচনই অনুষ্ঠিত হবে।

এছাড়া ইসির এদিনের কমিশন সভার এজেন্ডায় রয়েছে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের প্রস্তুতি এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এ নির্বাচন নিয়ে ইসিকে দেয়া আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্টের স্মারকলিপি নিয়ে আলোচনা।

রোববার ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ গণমাধ্যমকে জানান, সংসদের সংরক্ষিত আসন ও কিশোরগঞ্জ-১ আসনের নির্বাচনী তফসিল নিয়ে সোমবারের (১৪ জানুয়ারি) কমিশন সভায় আলোচনা হবে। তবে এদিনই তফসিল ঘোষণা হবে কি না তা বলা যাচ্ছে না। কবে তফসিল ঘোষণা করা হবে, সেটা কমিশনের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

তিনি আরও জানান, যেহেতু সৈয়দ আশরাফুল ইসলাম সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেননি তাই কিশোরগঞ্জ-১ আসনে উপনির্বাচন নয়, সাধারণ নির্বাচনই হবে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন অনুসারে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে এবার বাংলাদেশ আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি চারটি, ঐক্যফ্রন্ট একটি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে দুটি আসন পাবে। সূত্র: জাগোনিউজ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com