মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার বৃষ্টি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত রপ্তানি বাড়াতে অঞ্চলভিত্তিক আম প্যাকেজিং হাউজ তৈরিসহ ৮ দাবি ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত পিপিপি পদ্ধতিতে দুই বস্ত্রকল চালুসহ ৫ প্রস্তাব অনুমোদন বাচ্চু পরিবার ও লা মেরিডিয়ানের মালিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সঞ্জীভা গার্ডেনে ভিডিওকলে শিমুল-‘কসাই’ জিহাদ, দেখাল হত্যার স্থান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিতাস-মেঘনা নদীর পানি বাড়ছে মাদক মামলার ভয় দেখিয়ে ছিনতাই: দুই পুলিশ সদস্যের দণ্ড ঘূর্ণিঝড়ে দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৮০ সদস্য ঘূর্ণিঝড় রেমাল বিদ্যুৎহীন উপকূলের ১ কোটি ৫৫ লাখ পরিবার ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’ ঘূর্ণিঝড় রিমাল ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে, তদারকি করা হবে: কৃষিমন্ত্রী টানা বৃষ্টিতে পানি নিচে নিউমার্কেট এলাকা পানির নিচে ঢাকা পান্থপথে ভেঙে পড়েছে গাছ দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড খুলনায় উপড়ে পড়েছে শত শত গাছ, ভেঙেছে সাইনবোর্ড-বিলবোর্ড

শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮
  • ১২৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস-২০১৮ উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধন প্রদান উপলক্ষে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা ও সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ হাসিব সরকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডাইরী ও কলম প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, কমান্ডার খালেকুজ্জামান খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শাহজাদপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন।
এ সসময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ, শাহজাদপুর সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ হাসিব সরকার, দায়িত্বপ্রাপ্ত পৌরমেয়র নাসির উদ্দিন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেন, ‘বর্তমান সরকার মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা সন্তানদের দিকে বিশেষ সুদৃষ্টি, মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন অফিস, বাসস্থানের ব্যবস্থা করেছে।’ মহান মুক্তিযুদ্ধে জাতির সুর্য্য সন্তান বীরমুক্তিযোদ্ধাদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্বরণ করে স্থানীয় এমপি আরও বলেন,’ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আবারও নৌকা প্রতীকের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে। স্বাধীনতাবিরোধী কোন অপশক্তি যেন মাথা উচু করে দাঁড়াতে ন পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।’ এছাড়া, এদিন শাহজাদপুরের বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস-২০১৮ পালিত হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com