সোমবার, ২৭ মে ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার বৃষ্টি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত রপ্তানি বাড়াতে অঞ্চলভিত্তিক আম প্যাকেজিং হাউজ তৈরিসহ ৮ দাবি ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত পিপিপি পদ্ধতিতে দুই বস্ত্রকল চালুসহ ৫ প্রস্তাব অনুমোদন বাচ্চু পরিবার ও লা মেরিডিয়ানের মালিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সঞ্জীভা গার্ডেনে ভিডিওকলে শিমুল-‘কসাই’ জিহাদ, দেখাল হত্যার স্থান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিতাস-মেঘনা নদীর পানি বাড়ছে মাদক মামলার ভয় দেখিয়ে ছিনতাই: দুই পুলিশ সদস্যের দণ্ড ঘূর্ণিঝড়ে দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৮০ সদস্য ঘূর্ণিঝড় রেমাল বিদ্যুৎহীন উপকূলের ১ কোটি ৫৫ লাখ পরিবার ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’ ঘূর্ণিঝড় রিমাল ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে, তদারকি করা হবে: কৃষিমন্ত্রী টানা বৃষ্টিতে পানি নিচে নিউমার্কেট এলাকা পানির নিচে ঢাকা পান্থপথে ভেঙে পড়েছে গাছ দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড খুলনায় উপড়ে পড়েছে শত শত গাছ, ভেঙেছে সাইনবোর্ড-বিলবোর্ড

গামছা তুলতে গিয়ে ট্রাকচাপায় প্রান গেলো

চাঁদপুর প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১৪ বার পড়া হয়েছে

সড়কে পড়ে যাওয়া গামছা তুলতে গিয়ে ট্রাক চাপায় এক খই বিক্রেতা প্রাণ হারিয়েছেন। ঘটনার পর পর পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ শনিবার (২৫ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের খাটরা বিলওয়াই নামক স্থানে এ ঘটনা ঘটে।  

নিহত মোজাম্মেল (৫৫) নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বাংলা বাজার এলাকার সর্দার বাড়ির মৃত ইউনুস সর্দারের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি চালিত স্কুটারচালক তাজুল ইসলাম জানান, মোজাম্মেল হোসেন হাজীগঞ্জ বাজারের চৌরাস্তা বিশ্বরোড এলাকা থেকে বলাখাল যাবে বলে তার সিএনজি চালিত স্কুটারে উঠে। পথিমধ্যে খাটরা বিলওয়াই এলাকায় গেলে মোজাম্মেলের সঙ্গে থাকা গামছাটি পড়ে যায়। এ সময় পড়ে যাওয়া গামছা তুলতে স্কুটারচালক তাজুল ইসলাম স্কুটারটি সড়কের পাশে রাখেন।

মোজাম্মেল সড়কের ওপর পড়ে যাওয়া গামছাটি তুলতে গেলে পেছন থেকে আসা ইটবহনকারী দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে বলাখালের দিকে দ্রুত পালিয়ে যায়। ট্রাকচাপায় মোজাম্মেল ঘটনাস্থলেই মারা যান।

তাজুল ইসলাম আরো জানান, তার সঙ্গে থাকা জিনিসপত্র দেখে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি পেশায় হকার তথা খই বিক্রেতা।

এ বিষয় হাজীগঞ্জ থানার ঊপরিদর্শক মো. ইউনুছ জানান, নিহতের সঙ্গে থাকা মোবাইলের সিম থেকে নাম্বার নিয়ে নিহতের পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি পেশায় খই বিক্রেতা ছিলেন। তার পরিবার সোনারগাঁও থেকে রওনা দিয়েছে। এ দিকে ঘাতক ট্রাককে সনাক্তের কাজ চলছে।

অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, নিহতের পরিচয় নিশ্চিত হয়ে তার পরিবারকে খবর দেয়া হয়েছে। ঘাতক ট্রাককে সনাক্তকরণের কাজ চলছে।  

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com