মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার বৃষ্টি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত রপ্তানি বাড়াতে অঞ্চলভিত্তিক আম প্যাকেজিং হাউজ তৈরিসহ ৮ দাবি ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত পিপিপি পদ্ধতিতে দুই বস্ত্রকল চালুসহ ৫ প্রস্তাব অনুমোদন বাচ্চু পরিবার ও লা মেরিডিয়ানের মালিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সঞ্জীভা গার্ডেনে ভিডিওকলে শিমুল-‘কসাই’ জিহাদ, দেখাল হত্যার স্থান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিতাস-মেঘনা নদীর পানি বাড়ছে মাদক মামলার ভয় দেখিয়ে ছিনতাই: দুই পুলিশ সদস্যের দণ্ড ঘূর্ণিঝড়ে দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৮০ সদস্য ঘূর্ণিঝড় রেমাল বিদ্যুৎহীন উপকূলের ১ কোটি ৫৫ লাখ পরিবার ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’ ঘূর্ণিঝড় রিমাল ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে, তদারকি করা হবে: কৃষিমন্ত্রী টানা বৃষ্টিতে পানি নিচে নিউমার্কেট এলাকা পানির নিচে ঢাকা পান্থপথে ভেঙে পড়েছে গাছ দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড খুলনায় উপড়ে পড়েছে শত শত গাছ, ভেঙেছে সাইনবোর্ড-বিলবোর্ড

কবিরহাটে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ৬১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(নোয়াখালী) প্রতিনিধি:  নোয়াখালীর কবিরহাটে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় কবিরহাট উত্তর বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কবিরহাট বাজারের জিরো পয়েন্ট থেকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলাবক্স টিটুর আনারস মার্কার সমর্থনে একটি মিছিল বাজারের উত্তর দিকে যায়। একই সময় বিপরীত দিক থেকে আওয়ামী লীগ প্রার্থী কামরুন নাহার শিউলীর সমর্থকরা নৌকার একটি মিছিল নিয়ে আসে। উভয়পক্ষের মিছিল রূপালি ব্যাংক মোড়ে মুখোমুখি হলে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

উভয়ের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, একপর্যায়ে কয়েকটি গুলির ঘটনা ঘটলে ব্যবসায়ী ও পথচারীসহ ৬ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়। গুলিবিদ্ধরা হলেন, পূর্ব ফতেহপুর গ্রামের নওয়াব আলীর ছেলে ইব্রাহিম খলিল (৪০), মফিজ উদ্দিনের ছেলে জয়নাল আবেদিন (৩৫), আবুল মিয়ার ছেলে মুন্সী বোবা (৩০) ও একই উপজেলার ঘোষবাগ গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে মো. হাসান (১৮), এবং আহতরা হলেন, সদর উপজেলার মাইজদী গ্রামের ফজলুল হকের ছেলে রয়েল (৩২), পশ্চিম মাইজদী গ্রামের তরিকুল্যাহ পাটোয়ারীর ছেলে ইকবাল হোসেন (৪২) ও এওজবালিয়া ইউনিয়নের আবু মিয়ার ছেলে শরীফ হোসেন (২৯)। গুলিবিদ্ধসহ আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবেক কবিরহাট পৌর মেয়র, জেলা পরিষদ সদস্য, জেলা আওয়ামী লীগ সদস্য চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটু জানান, আনারস মার্কার সমর্থনে বিশাল একটি মিছিল জিরো পয়েন্টে আসলে সদর আসনের এম.পি একরামুল করিম চৌধুরী ও নৌকার প্রার্থী কামরুন নাহার শিউলীর পুত্র সাবাব চৌধুরীর নেতৃত্বে ওয়াহিদ ভিডিওর সামনে থেকে আনুমানিক  ৩০-৩৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে আমার কর্মীদের ওপর গুলিবর্ষণ করে।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com