মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার বৃষ্টি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত রপ্তানি বাড়াতে অঞ্চলভিত্তিক আম প্যাকেজিং হাউজ তৈরিসহ ৮ দাবি ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত পিপিপি পদ্ধতিতে দুই বস্ত্রকল চালুসহ ৫ প্রস্তাব অনুমোদন বাচ্চু পরিবার ও লা মেরিডিয়ানের মালিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সঞ্জীভা গার্ডেনে ভিডিওকলে শিমুল-‘কসাই’ জিহাদ, দেখাল হত্যার স্থান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিতাস-মেঘনা নদীর পানি বাড়ছে মাদক মামলার ভয় দেখিয়ে ছিনতাই: দুই পুলিশ সদস্যের দণ্ড ঘূর্ণিঝড়ে দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৮০ সদস্য ঘূর্ণিঝড় রেমাল বিদ্যুৎহীন উপকূলের ১ কোটি ৫৫ লাখ পরিবার ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’ ঘূর্ণিঝড় রিমাল ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে, তদারকি করা হবে: কৃষিমন্ত্রী টানা বৃষ্টিতে পানি নিচে নিউমার্কেট এলাকা পানির নিচে ঢাকা পান্থপথে ভেঙে পড়েছে গাছ দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড খুলনায় উপড়ে পড়েছে শত শত গাছ, ভেঙেছে সাইনবোর্ড-বিলবোর্ড

ইজ্জ্বতের মূল্য ৩০ হাজার টাকা !

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৭৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরের তালন্দ ইউপির আড়াদীঘি গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী ৪ সন্তানের জননীর ইজ্জ্বতের মূল্যে ৩০ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে গ্রাম্য মাতব্বরগণ। আর ওই গৃহবধূর ইজ্জ্বতের মূল্য ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলেও তাঁর কপালে জুটেছে মাত্র ২০ হাজার টাকা বাকি ১০ হাজার টাকা মাতব্বরগণ নিজেরা ভাগাভাগি করে নিয়ে অভিযুক্ত আব্দুল হামেদকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ নভেম্বর মঙ্গবার দিবাগত রাতে আড়াদীঘি গ্রামের তসলিম উদ্দীনের পুত্র দু’সন্তানের জনক আব্দুল হামেদ মদ্যপ অবস্থায় ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে জোরপূর্বক ধর্রণের চেস্টা করে এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশিরা এসে তাকে বিধস্ত অবস্থায় উদ্ধার করেন। এ খবর জানাজানি গ্রামবাসির মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর থেকে আব্দুল হামেদ পলাতক রয়েছে। এদিকে এ ঘটনায় চলতি বছরের ৯ নভেম্বর বৃহ¯প্রতিবার দিবাগত রাতে আড়াদীঘি গ্রামের (সাবেক) মেম্বার শামসুদ্দিন মন্ডল, কছির উদ্দীন ও আব্দুল মালেক গ্রাম্য সালিশে ধর্ষণ চেস্টার অভিযোগে অভিযুক্ত আব্দুল হামেদের ৩০ হাজার টাকা জরিমানা করে ২০ হাজার টাকা ভিকটিমকে দিয়ে ১০ হাজার টাকা তারা নিজেরা ভাগাভাগি করে নিয়ে অভিযুক্ত আব্দুল হামেদকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এব্যাপারে জানতে চাইলে তালন্দ ইউপির (সাবেক) মেম্বার শামসুদ্দীন মন্ডল বলেন, তিনি কিছুই জানেন না, তিনি শুধুমাত্র আপোষ নামায় স্বাক্ষর করেছেন। এ বিষয়ে সবকিছু করেছে কছির ও মালেক তারা ভালো বলতে পারবে। এব্যাপারে কছির বলেন, গ্রামের শান্তি-শৃঙ্খলার স্বার্থে উভয় পক্ষের সম্মতিতে আপোষনামা করা হয়েছে।
তিনি বলেন, জরিমানার ৩০ হাজার টাকায় ভিকটিম গৃহবধূকে দেয়া হয়েছে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, ধর্ষণ বা ধর্ষণের চেস্টা আপোষযোগ্য অপরাধ নয়। তিনি বলেন, এ বিষয়ে তারা এখানো কোনো অভিযোগ পাননি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

সালিশদারের বিরুদ্ধে থানায় অভিযোগ

রাজশাহীর তানোরে গ্রাম প্রধানের বিরুদ্ধে ধর্ষণ চেস্টার অভিযোগ ধামাচাঁপা, সালিশের নামে প্রহসন ও সালিশে জরিমানার টাকা আতœসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রামবাসির পক্ষে গত শুক্রবার আব্দুল জলিল বাদি হয়ে কছির ও মালেক নামের দু’জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছে আব্দুল জলিল। জানা গেছে, তানোরের তালন্দ ইউপির আড়াদীঘি গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী ৪ সন্তানের জননীর ইজ্জ্বতের মূল্যে ৩০ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে গ্রাম্য মাতব্বরগণ। আর ওই গৃহবধূর ইজ্জ্বতের মূল্য ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলেও তাঁর কপালে জুটেছে মাত্র ২০ হাজার টাকা বাকি ১০ হাজার টাকা থানায় দেয়ার কথা বলে কছির ও মালেক নিজেরা ভাগাভাগি করে নিয়ে অভিযুক্ত আব্দুল হামেদকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন বলেও প্রচার রয়েছে।
জানা গেছে, চলতি বছরের ৭ নভেম্বর মঙ্গবার দিবাগত রাতে আড়াদীঘি গ্রামের তসলিম উদ্দীনের পুত্র দু’সন্তানের জনক আব্দুল হামেদ মদ্যপ অবস্থায় ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে জোরপূর্বক ধর্রণের চেস্টা করে এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশিরা এসে তাকে বিধস্ত অবস্থায় উদ্ধার করেন। এ খবর জানাজানি গ্রামবাসির মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনার পর থেকে আব্দুল হামেদ পলাতক রয়েছে। এদিকে এ ঘটনায় চলতি বছরের ৯ নভেম্বর বৃহ¯প্রতিবার দিবাগত রাতে আড়াদীঘি গ্রামের (সাবেক) মেম্বার শামসুদ্দিন মন্ডল, কছির উদ্দীন ও আব্দুল মালেক গ্রাম্য সালিশে ধর্ষণ চেস্টার অভিযোগে অভিযুক্ত আব্দুল হামেদের ৩০ হাজার টাকা জরিমানা করে ২০ হাজার টাকা ভিকটিমকে দিয়ে বাঁকি ১০ হাজার টাকা থানায় দেয়ার কথা বলে তারা নিজেরা ভাগাভাগি করে নিয়ে অভিযুক্ত আব্দুল হামেদকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে বলে আব্দুল জলিল গণমাধ্যম কর্মীদের জানান।
এব্যাপারে জানতে চাইলে তালন্দ ইউপির (সাবেক) মেম্বার শামসুদ্দীন মন্ডল বলেন, তিনি কিছুই জানেন না, তিনি শুধুমাত্র আপোষ নামায় স্বাক্ষর করেছেন। এ বিষয়ে সবকিছু করেছে কছির ও মালেক তারা ভালো বলতে পারবে। এব্যাপারে কছির ও মালেক বলেন, গ্রামের শান্তি-শৃঙ্খলার স্বার্থে উভয় পক্ষের সম্মতিতে আপোষনামা করা হয়েছে। তারা আরো বলেন, জরিমানার ৩০ হাজার টাকায় ভিকটিম গৃহবধূকে দেয়া হয়েছে। এব্যাপারে তানোর থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, ধর্ষণ বা ধর্ষণের চেস্টা আপোষযোগ্য অপরাধ নয়। তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com