সোমবার, ২৭ মে ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার বৃষ্টি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত রপ্তানি বাড়াতে অঞ্চলভিত্তিক আম প্যাকেজিং হাউজ তৈরিসহ ৮ দাবি ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত পিপিপি পদ্ধতিতে দুই বস্ত্রকল চালুসহ ৫ প্রস্তাব অনুমোদন বাচ্চু পরিবার ও লা মেরিডিয়ানের মালিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সঞ্জীভা গার্ডেনে ভিডিওকলে শিমুল-‘কসাই’ জিহাদ, দেখাল হত্যার স্থান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিতাস-মেঘনা নদীর পানি বাড়ছে মাদক মামলার ভয় দেখিয়ে ছিনতাই: দুই পুলিশ সদস্যের দণ্ড ঘূর্ণিঝড়ে দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৮০ সদস্য ঘূর্ণিঝড় রেমাল বিদ্যুৎহীন উপকূলের ১ কোটি ৫৫ লাখ পরিবার ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’ ঘূর্ণিঝড় রিমাল ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে, তদারকি করা হবে: কৃষিমন্ত্রী টানা বৃষ্টিতে পানি নিচে নিউমার্কেট এলাকা পানির নিচে ঢাকা পান্থপথে ভেঙে পড়েছে গাছ দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড খুলনায় উপড়ে পড়েছে শত শত গাছ, ভেঙেছে সাইনবোর্ড-বিলবোর্ড

আমিনুলের মৃত্যুতে ফখরুলের শোক, বিকেল নয়াপল্টনে জানাজা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২১ এপ্রিল, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিএনপি মহাসচিব শোক বার্তায় বলেন, ‘খ্যাতিমান আইনজীবী, আইন প্রণেতা ও সরকারের নানা দফতরের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে ব্যারিস্টার আমিনুল হক যে অবদান রেখেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। দেশের এক আলোকিত পরিবারের সন্তান তিনি।

তিনি বলেন, আইন ও রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব মরহুম আমিনুল হক। সফল জনপ্রতিনিধি হিসেবে জনকল্যাণমূলক কাজেও তিনি যে অবদান রেখেছেন সেজন্য এলাকাবাসী তাকে একজন আস্থাভাজন নেতা হিসেবে বারবার সংসদ সদস্য নির্বাচিত করেছে।

বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী, সৎ, কর্তব্যনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ মরহুম আমিনুল হক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে নীতির প্রশ্নে তিনি কখনও আপস করেননি উল্লেখ করে ফখরুল বলেন, রাজরোষে পড়া সত্ত্বেও তিনি তার আদর্শ থেকে কখনোই বিচ্যুত হননি। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের একজন মানুষ। জনঘনিষ্ঠ রাজনীতিবিদ ছিলেন বলেই আজ তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও চিন্তার অনুসারী হিসেবে নিজেকে জাতীয়তাবাদী রাজনীতির একজন কর্তব্যনিষ্ঠ সংগঠকে পরিণত করেছিলেন। জাতির এই ঘোর দুর্দিনে মরহুম আমিনুল হক গণতান্ত্রিক সংগ্রামের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃরুদ্ধারের সংগ্রামে নিজেকে যুক্ত রেখেছিলেন। বর্তমান দুঃসময়ে ভয় ও আশঙ্কার বিরাজমান পরিবেশে ব্যারিস্টার আমিনুল হকের মতো একজন বলিষ্ঠ আইনজীবীর উপস্থিতি খুবই আবশ্যক ছিল।

মরহুম আমিনুল হকের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির মহাসচিব।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমিনুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বাদ জোহর হাইকোর্টে মরহুম আমিনুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় এবং বাদ আছর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরহুমের লাশ হিমাঘরে রাখা হবে। পরদিন রাজশাহীতে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বাংলা৭১নিউজ/এইচ.এস.বি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com