সোমবার, ২৭ মে ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত পিপিপি পদ্ধতিতে দুই বস্ত্রকল চালুসহ ৫ প্রস্তাব অনুমোদন বাচ্চু পরিবার ও লা মেরিডিয়ানের মালিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সঞ্জীভা গার্ডেনে ভিডিওকলে শিমুল-‘কসাই’ জিহাদ, দেখাল হত্যার স্থান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিতাস-মেঘনা নদীর পানি বাড়ছে মাদক মামলার ভয় দেখিয়ে ছিনতাই: দুই পুলিশ সদস্যের দণ্ড ঘূর্ণিঝড়ে দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৮০ সদস্য ঘূর্ণিঝড় রেমাল বিদ্যুৎহীন উপকূলের ১ কোটি ৫৫ লাখ পরিবার ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’ ঘূর্ণিঝড় রিমাল ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে, তদারকি করা হবে: কৃষিমন্ত্রী টানা বৃষ্টিতে পানি নিচে নিউমার্কেট এলাকা পানির নিচে ঢাকা পান্থপথে ভেঙে পড়েছে গাছ দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড খুলনায় উপড়ে পড়েছে শত শত গাছ, ভেঙেছে সাইনবোর্ড-বিলবোর্ড সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে বাধা নেই ডিপজলের অনলাইনে যৌন নির্যাতনের শিকার ৩০ কোটি শিশু: গবেষণা

‘আমাকে খুশি করো, কাজ পাবে’, বলেছেন পরিচালক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৫৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: কাজের বিনিময়ে যৌনসুবিধা আদায়ের চেষ্টার খবরে ফের তোলপাড় ভারতের বিনোদন দুনিয়া। ‘খিচড়ি’ টেলিভিশন শোতে শিশুশিল্পী হিসেবে প্রথম জনপ্রিয়তা লাভ করেছিলেন অভিনেত্রী রিচা ভদ্র। সেই তিনিই প্রকাশ্যে বললেন, কাস্টিং কাউচের শিকার হয়েছেন।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুললেন রিচা ভদ্র। বলেন, তাঁর বিয়ের পরে একজন কাস্টিং ডিরেক্টর তাঁকে বলেছিলেন, কাজ পেতে হলে সন্তুষ্ট রাখতে।

“প্রথম দিকে আমি কাস্টিং কাউচ সংক্রান্ত কোনো অভিজ্ঞতার শিকার হইনি। আমার বিয়ের পরে বেশ কয়েকটি জায়গায় অডিশন দিতে গিয়েছিলাম। তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে কম্প্রোমাইজ করতে বলা হয়েছিল। একজন কাস্টিং ডিরেক্টর বলেছিলেন, ‘আমাকে খুশি করো, আমি তোমাকে কাজ দেবো’,” বলেন রিচা।

‘খিচড়ি’ টিভি শোতে রিচা ভদ্র ছিলেন হানসা ও প্রফুল্লর মেয়ে চিক্কির ভূমিকায়। কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা শেয়ার করে রিচা বলেন, ‘আমাকে একটি হোটেলে ডেকে পাঠিয়েছিলেন ওই কাস্টিং ডিরেক্টর। কিন্তু আমি তাঁকে বলি, কফিশপে দেখা করতে চাই। এর পরে আমার ইন্ডাস্ট্রিতে সমস্ত আশা-আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়। শিল্পী হিসেবে যে ইমেজ আমি তৈরি করেছিলাম, সেটা আর ভেঙে ফেলতে চাইনি।’

ফের টেলিভিশনে ফেরার চেষ্টা করেছিলেন রিচা ভদ্র, কিন্তু খুব বেশি সাহসী চরিত্রের জন্য তিনি নিজেকে যোগ্য বলে মনে করেন না। রিচা বলেন, ‘আমি আমার পরিবার বা নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো সাহসী চরিত্রে অভিনয় করতে পারব না। শিশুশিল্পী হিসেবে আমি সব সময় খুব ঘেরাটোপের মধ্যে থাকতাম। সব সময় পরিবার পাশে থাকত।’

ইন্ডাস্ট্রিতে মোটা শরীর নিয়ে নানা কটূক্তির শিকার হচ্ছেন অভিনেত্রীরা। এই কদিন আগেই বলিউড নায়িকা বিদ্যা বালান তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেন। রিচাও স্বীকার করলেন। বললেন, ‘বহু সেলিব্রেটিই আজকাল বডি শেমিংয়ের শিকার হচ্ছেন। আমাকেও মাঝেমধ্যেই বলা হয়েছে তোমাকে মোটা মেয়ের চরিত্রে মানাবে। আমি কোনো ট্যাগ চাই না। শুধু ইন্ডাস্ট্রির প্রয়োজনে ওজন ঝরানোয় আমি বিশ্বাসী নই।’

একটি বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষা পরামর্শক হিসেবে কাজ করেন রিচা ভদ্র। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, “মানুষ আমাকে চিনত, তাঁরা আমায় জিজ্ঞেস করত, ‘এখানে তুমি কী করছ?’ তাঁদের বোঝানো সত্যিই কঠিন।”

রিচা ভদ্রকে ‘বা বহু অউর বেবি’, ‘মিসেস টেন্ডুলকার’সহ বেশ কয়েকটি টিভি শোতে দেখা গেছে।

বাংলা৭১নিউজ/সূত্র:এনডিটিভি,হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com