সোমবার, ২৭ মে ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার বৃষ্টি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত রপ্তানি বাড়াতে অঞ্চলভিত্তিক আম প্যাকেজিং হাউজ তৈরিসহ ৮ দাবি ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত পিপিপি পদ্ধতিতে দুই বস্ত্রকল চালুসহ ৫ প্রস্তাব অনুমোদন বাচ্চু পরিবার ও লা মেরিডিয়ানের মালিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সঞ্জীভা গার্ডেনে ভিডিওকলে শিমুল-‘কসাই’ জিহাদ, দেখাল হত্যার স্থান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিতাস-মেঘনা নদীর পানি বাড়ছে মাদক মামলার ভয় দেখিয়ে ছিনতাই: দুই পুলিশ সদস্যের দণ্ড ঘূর্ণিঝড়ে দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৮০ সদস্য ঘূর্ণিঝড় রেমাল বিদ্যুৎহীন উপকূলের ১ কোটি ৫৫ লাখ পরিবার ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’ ঘূর্ণিঝড় রিমাল ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে, তদারকি করা হবে: কৃষিমন্ত্রী টানা বৃষ্টিতে পানি নিচে নিউমার্কেট এলাকা পানির নিচে ঢাকা পান্থপথে ভেঙে পড়েছে গাছ দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড খুলনায় উপড়ে পড়েছে শত শত গাছ, ভেঙেছে সাইনবোর্ড-বিলবোর্ড

আ.লীগ নেতাকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭
  • ৯১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা : রাজধানীর শান্তিনগরের চামেলীবাগে বাসায় ঢুকে ৬৫ বছর বয়সী নারী শারমীন সুলতানাকে গুলি করেছে দুর্বৃত্ত। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী রেজা রানার মা।

সন্ধ্যা ছয়টার দিকে ৩১ চামেলীবাগের বাড়িতে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, আওয়ামী লীগ নেতা রেজা রানাকে খুঁজতে এসে তাকে না পেয়ে তার মাকে গুলে করে অস্ত্রধারীরা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আওয়ামী লীগ নেতা আলী রেজা রানার চাচাতো ভাই নেওয়াজ বলেন, সন্ধ্যা ছয়টার দিকে ৩১ নম্বর চামেলীবাগে সাত তলা ভবনের ছয় তলার বাসায় তিনজন যুবক এসে রানাকে খুঁজেন। তাকে না পেয়ে তার মা শারমীন সুলতানার উরুতে তিনটি গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

জনাব নেওয়াজ জানান, যারা বাসায় এসেছিল তাদের কাউকে চিনতে পারেননি তারা। এর আগে কখনও তাদেরকে দেখেননি তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার পর শারমীনকে পর্যবেক্ষণ করে চিকিৎসক জনিয়েছেন তিনি শঙ্কামুক্ত।

এই ঘটনায় পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলমের বক্তব্য পাওয়া যায়নি। তাকে একাধিকবার ফোন করলেও তিনি তা ধরেননি। পরে থানার টিএন্ডটি নম্বরে ফোন করা হলে ডিউটি অফিসার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের স্যাররা ঘটনাস্থলে গিয়েছেন। তারা না আসা পর্যন্ত বিস্তারিত বলতে পারবো না।’

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com