ইন্টার মায়ামির হয়ে মাঠে নামলেই যেন কিছু না কিছু করে দেখাতেই হয় লিওনেল মেসিকে। শনিবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে তার অসাধারণ ফ্রি-কিকেই বেঁচে গেল দল, নাটকীয় এক কামব্যাকে ৩–৩ গোলে ড্র করে মাঠ ছাড়ল ইন্টার মায়ামি।
৮৬তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া মেসির বাঁ পায়ের শটে চিড় ধরল ফিলাডেলফিয়ার রক্ষণে। বল পেরিয়ে গেল দেয়াল, ছুঁয়ে ফেলল জালের ঠিকানা। তখনো পিছিয়ে ছিল মায়ামি, কিন্তু এই গোলেই জেগে ওঠে দল, পরে সমতা এনে মাঠ ছাড়ে এক পয়েন্ট নিয়ে।
এটি ছিল চলতি মৌসুমে মেসির ষষ্ঠ গোল, আর সর্বশেষ পাঁচ ম্যাচে এটি তার তৃতীয়। ধীরে ধীরে ছন্দে ফিরছেন আর্জেন্টাইন জাদুকর।
তবে দলে মেসির এমন ক্রীড়ানৈপুণ্য থাকলেও সামগ্রিক পারফরম্যান্সে ধস নেমেছে মায়ামির। সব প্রতিযোগিতা মিলিয়ে গত আট ম্যাচের মধ্যে সাতটিতেই জয়শূন্য তারা। শুধুমাত্র শেষ চার ম্যাচেই গোল খেয়েছে ১৩টি, আর এই আট ম্যাচে মোট ২৩ গোল হজম করেছে ক্লাবটি।
রক্ষণভাগের এমন বাজে পারফরম্যান্স বড় অস্বস্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে। টানা তৃতীয় ম্যাচে তিন গোল হজম করল তারা।
বাংলা৭১নিউজ/এসএইচ